রবি ঠাকুরের গান নিয়ে একবার রোজ বিকেলে বসি। গলা ভেঙে যায়, তাই ৩-৪ টের বেশী গাই না। কিন্তু এই গান গাওয়া আমার সঙ্গীত চর্চা শুধু নয়। আমার সাধনাও। গাইতে গাইতে কবির কথা হয়ে ওঠে আমার আত্মার আত্মীয়, এক অদ্ভুত ঔদাসীন্য মনকে ঘিরে দেওয়াল তুলে দেয়। পৃথিবীর সব দৈন্য, মালিন্য, ক্লান্তি, কঠোরতা আর আমাকে ছুঁতে পারে না। ঈশ্বর সাধনার মতোই তাই এই গান নিয়ে বসি রোজ বিকেলে। আড়ম্বর হীন, আতিশয্য হীন, অলঙ্কার হীন এই সুরের সাত্ত্বিকতাই হল ঈশ্বরের কাছে আমার পুজোর নৈবেদ্য।
No comments:
Post a Comment